সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডাকাতির ৭ ঘণ্টা পর মালামাল ও অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জয়পুরহাট জেলার সদর থানায় ডাকাতি মামলা হওয়ার ৭ ঘণ্টার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা হতে ডাকাতি হওয়া ২টি মোটরসাইকেল, নগদ টাকা, মোবাইল সেট ও দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের তিন জন সদস্যকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ। জয়পুরহাট সদর থানার আমদই ইউনিয়ন এর তেঘরা দন্ডপানি এলাকায় ডাকাত দল ডাকাতি করে ২টি মোটরসাইকেল, ১টি স্বর্ণের আংটি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১,০২,৫০০/- টাকা ডাকাত দলের সদস্যরা লুণ্ঠন করে নেয়। গতকাল শনিবার সদর থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭ ঘণ্টার ব্যবধানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে ডাকাতদের গ্রেফতার করে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সাতাই গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. আইনুল ইসলাম (৩৯) পুলপাড়া গ্রামের আব্দুল ওয়াকিলের পুত্র মো. সাহারুল (৩৫) মঈন উদ্দিনের পুত্র মো. রফিক (২৪), পিতা- মো. ময়েন উদ্দিন।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ সবসময় তৎপর। মামলা হওয়ার পর তড়িৎ অভিযান চালিয়ে পুলিশ প্রায় সাত ঘণ্টার ব্যবধানে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ প্রতিটি মামলার ক্ষেত্রে এরকম তড়িৎ ব্যবস্থা নিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন