বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিরামপুরে উন্মুক্ত জলাশয়ের লিজ বাতিলের দাবি

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন ও পৌর শহরে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ লিজ বাতিলের দাবিতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকার গরীব জেলে ও সাধারণ মৎস্যজীবীরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা মোতাবেক নুনিয়াদহ উন্মুক্ত জলাশয়ে প্রতি বছর সরকারের পক্ষ থেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়া হয়। এ বছরও ৮ মণ পোনা মাছ ছাড়া হয়। এই মাছ বড় হলে জেলেরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ওই জলাশয়টি লিজ দেয়ায় পেশাজীবী জেলে ও সাধারণ গরীব ও মৎস্যচাষীরা বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলেদের একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল মাসউদ বলেন, সাধারণ জেলে ও মৎস্যজীবীরা এই উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। উন্মুক্ত জলাশয় কাউকে লিজ প্রদান করা হয় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন