শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুক্তিপণ দাবিতে ৪ কাঁকড়া শিকারী অপহৃত

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়ি এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া বাহিনীর ৮ সদস্যরা দু’টি নৌকাসহ চার জন কাঁকড়া শিকারিকে অপহরণ করেছে। দু’লাখ টাকা মুক্তিপনের দাবিতে মঙ্গলবার দিবাগত রাতে কদমতলা ফরেষ্টের আওতাধীন চালতে বাড়ি এলাকা থেকে অপহরণের পর বুধবার ভোরে ফিরে আসা কাঁকড়া শিকারি মুন্সিগঞ্জ আটির বাসিন্দা মৃত মোহাম্মাদের ছেলে জুলফিকার মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষনিক অপহৃতদের পরিচয় জানাতে পারেননি। বিষয়টি কদমতলা ফরেষ্ট অফিসকে অবহিত করে এলাকায় ফিরেছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি অপহৃতদের পক্ষ থেকে থানাকে অবহিত করা হয়নি ফলে তিনি কিছু জানে ন না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন