শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে ৫১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত

গাইবান্ধা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩৫ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ,গত ২৪ ঘণ্টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বৃহস্পতিবার বিকাল ৩টায় ১ সে.মি. হ্রাস পেয়ে এখনো বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী নিচু এলাকা এবং চরাঞ্চলে পানি ঢুকে বন্যার পানিতে নিমিজ্জিত হয়েছে। অপরদিকে গাইবান্ধার শহর পয়েন্টে ঘাঘট নদীর পানি ২সে:মি: হ্রাস পেয়ে বিপদসীমার ১৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়।
বন্যার পানি ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ফুলছড়ি উপজেলার উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়ন গাইবান্ধার সদর উপজেলার কামারজানি, গিদারী ও মোল্লারচর, সাঘাটা উপজেলার ভরটখালী ও পার্শিবর্তী এলাকার আমন বীজতলা, রোপা আমন, মরিচ, বেগুন, পটলসহ নি¤œাঞ্চলের বিভিন্ন ফসল তলিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন