ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইউনুছ আহমাদ বলেছেন ‘ইসলামী আন্দোলন কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়’। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মগঠন বেশি প্রয়োজন। আত্ম অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। নেতার মধ্যে স্বেচ্ছাচারিতা ও কর্মীদের মধ্যে অহমিকা ত্যাগ করতে হবে। আত্ম কেন্দ্রীক মানুষ সমাজকে কিছু দিতে পারেনা।’ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকালে মাদারীপুর পুরান বাসস্ট্যান্ডে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সভা পরিচালনা করেন সংগঠনের মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মিজানুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন