শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পরকীয়ায় বাধা দেয়ায় হত্যা চেষ্টা

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

পরকীয়া বাধা দেয়ায় এক কলেজ শিক্ষককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে মারাত্মক আহত শিক্ষক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের মলশী গ্রামে। আহত শিক্ষক শাহিনুর মলশী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ও ধামরাইয়ের রাজাপুর আনোয়ারা খান গালর্স কলেজের শিক্ষক। সরেজমিনে জানা গেছে, আহত শাহিনুর গত শুক্রবার রাতে স্থানীয় মফেস পীরের বাড়িতে ওরসের শিন্নী খাওয়ার পর বাড়ি যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাদ্দাম রাস্তায় গতিরোধ করে দেশিয় অস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে গিয়ে তাদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা জানায়, অভিযুক্ত সাদ্দামের সাথে স্থানীয় এক গৃহবধূর পরকীয়া সম্পর্ক চলছে। এ সম্পর্কের বাঁধা মনে করে হত্যার চেষ্টা চালায়।
সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানায়, ছুরিকাঘাতে কলেজ শিক্ষককে হত্যার চেষ্টার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন