শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আগস্টে তুরস্কের রফতানি সর্বকালের সর্বোচ্চ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

আগস্ট মাসে তুরস্কের রফতানি ১ হাজার ৮৯০ কোটি ডলারে পৌঁছেছে। দেশটির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। শনিবার বার্তা সংস্থা হুরিয়েত ডেইলি নিউজকে দেয়া সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী মেহমেট মুস। বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের একই সময়ের তুলনায় তুরস্কের রফতানি ৫২ শতাংশ বেড়েছে। তিনি বলেন, ‘আমাদের রফতানিতে এই শক্তিশালী গতি অর্জনের সাথে, আমরা মহামারী—পূর্ব কর্মক্ষমতাকে ছাড়িয়ে গেছি।’ প্রসঙ্গত, তুরস্কের শীর্ষ রফতানি পণ্যগুলো হচ্ছে পারমাণবিক চুল্লি, বয়লার এবং যন্ত্রপাতি। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি) এর পরিসংখ্যান অনুসারে, আগস্ট ২০২১—এ, তুরস্ক জার্মানিতে ৬৩ কোটি ৮০ লাখ, যুক্তরাজ্যে ৫৯ কোটি ৭০ লাখ এবং স্পেনে ৪৭ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। এই দেশগুলোতে পণ্য রফতানি বাড়ায় তুরস্কের বাৎসরিক রফতানি আয়ও অনেক বৃদ্ধি পেয়েছে। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন