মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মৌলিক প্রশিক্ষণ

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গাজীপুরে কালিয়াকৈরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। প্রধান অতিথি অভিবাদন মঞ্চে প্রশিক্ষণার্থীদের সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যদরা প্রশিক্ষণ লদ্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। ১২৪০ জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদের এ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেরা ৩জন প্রশিক্ষণার্থীকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন