সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবিতে গতকাল সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তরা রোজিনা হত্যার সাথে জড়িত নাজেম, পলাশ, দিয়া, নাসির, নবাসহ সকল আসামিদের দ্রুত আটক করে ফাঁসির দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার সেলিম জাহাঙ্গীর, পৌর কমিশনার জালাল উদ্দিন, শিক্ষকনেতা জয়নুল আবেদীন মাহবুব, ছাত্রনেতা শাহাদৎ হোসেন প্রমুখ। এ সময় রোজিনার ভাই শহিদুল ইসলাম দাবি করেন তার বোনকে টাকার জন্য পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীরগাতী গ্রামে প্রবাস ফেরত স্বামীর বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রোজিনা খাতুন নাজিম উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন