বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় অভিযোগে অবাঙালি নঈম খানের ছেলে দিলনেওয়াজ খানকে স্থানীয় আ.লীগ ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল রোববার স্থানীয় আ.লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিলনেওয়াজ খানকে সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সৈয়দপুর পৌর আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে বহিস্কারের বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নিশ্চিত করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সৈয়দপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। এছাড়াও দিলনেওয়াজ খানের চাঁদাবাজি ও সংগঠন বিরোধী বিভিন্ন ফিরিস্তি তুলে ধরে পৌর আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু বলেন, চতুর এ লোক দীর্ঘদিন থেকে স্থানীয় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের পদ-পদবী বাগিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড, সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল ও রেল কোয়াটার বাণিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে। স্থানীয় ও কেন্দ্রীয় দু’একজন নেতাকে ম্যানেজ করে সৈয়দপুরে তার অপরাধ কর্মকান্ডের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তিনি আরও বলেন, দিলনেওয়াজ খানের সংগঠন বিরোধী কার্যকলাপের বিষয়ে গত ২৬ আগস্ট পৌর আ.লীগের সভায় বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয় এবং এ সংক্রান্ত সভার সিদ্ধান্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।
পৌর আ.লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর আ.লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আ.লীগের সহ-সভাপতি শাহজাহান সরকার বাবুল ও আ.লীগ নেতা সৈয়দপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনসহ আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন