রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মানবিক খাদ্য সহায়তা

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদাদতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বেসরকারি সংগঠন অভিবাসী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)’র সহযোগিতায় ১২৫ প্রবাসী কর্মহীন ও অসহায় পরিবার পেলেন খাদ্যসামগ্রী। গত সোমবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গুনাইঘর উত্তর, জাফরগঞ্জ, এলাহাবাদ, বরকামতা, বড়শালঘর ইউনিয়নের ২৫ পরিবার করে ১২৫ পরিবারের মধ্যে ওই সহায়তা দেয় হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ লিটার সোয়াবিন, একটি লাক্স সাবান ইত্যাদি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে এবং ওকাপ’র ফাইন্যান্সিয়াল লিটারেসির প্রজেক্ট কর্মকর্তা সাব্বিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, সোহরাব হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন