শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খালেদা জিয়ার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য বিএনপির সৌজন্যে ফেনী-১ আসন তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ও পৌর এলাকায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অংশ হিসেবে ৩য় দফায় শ্রমিক দলের অসহায় ও হতদরিদ্র নেতাকর্মীদের মাঝে গত সোমবার দিনব্যাপী তিন উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসনের সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। সকালে ছাগলনাইয়ার জমদ্দার বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকারের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব কাজী আবদুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়রম যুগ্ম আহাবয়ক শাহজাহান মজুমদার আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আহবায়ক মুন্সী শহিদুল্লাহ, সদস্য সচিব আবদুল মতিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন