মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নদী থেকে হাত-পায়ে ইটবাঁধা লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে নিখোঁজের তিন দিন পর তুরাগ নদী থেকে এক তরুণের হাত-পায়ে ইটবাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত আল আরাফাত সজল (২৫) বিরুলিয়া গ্রামের কৃষক উম্মত আলী ছেলে। বুধবার রাত ১১টার দিকে কাউন্দিয়ার তুরাগ নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সাভার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান বলেন, গত সোমবার বিকালে সজলকে বাড়ি থেকে ডেকে নেয় তার বন্ধু রকি। অনেক রাতেও বাড়ি না ফেরায় তার বাবা উম্মত আলী সাভার মডেল থানায় সাধারন ডাইরী করেন। গত বুধবার বিকালে রকিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রাত ১১টার দিকে কাউন্দিয়া গ্রামের বালুঘাট এলাকায় তুরাগ নদী  থেকে হাত-পায়ের সঙ্গে ইটবাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। আটক রকির বরাত দিয়ে এএসপি বলেন, রকি, আতাউর, আলতাফ ও খোকন এই চারজন মিলে সজলকে গলা টিপে হত্যা করেছে। সজল কদিন আগে আলতাফকে মারধর করেছিলেন। এর প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয় বলে তাদের দাবি। তারা সবাই সমবয়সী, মাদকসেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানান পুলিশ কর্মকর্তা। এদিকে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, নিহত সজলের সঙ্গে স্থানীয় যুবলীগের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন