বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্কুল শিক্ষক ও কলেজ প্রভাষকের নামে ১০ টাকা কেজির কার্ড!

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ মেম্বারের অভিযোগ

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফ, এজিএসপি, গর্ভকালীন মাতৃত্ব ভাতা ও ১০ টাকা কেজির চালের কার্ড বিতরণে অসচ্ছতার গুরুতর অভিযোগ উঠেছে। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৮ জন নির্বাচিত ইউপি সদস্য এক লিখিত অভিযোগে এ সব তথ্য জানান। তাদের লেখা অভিযোগটি বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে কুমড়াবাড়িয়া ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন, আকতার আলী, মনিরুজ্জামান টোকন, কলিমুদ্দীন, ছালিমা খাতুন, নজরুল ইসলাম, মকলেচুর রহমান ও আমজাদ হোসেন সাক্ষর করেছেন। অভিযোগ পত্রে ইউপি সদস্যগন উল্লেখ করেছেন, চেয়ারম্যান নিজে ব্যক্তিগতভাবে ভিজিএফ, এজিএসপি, গর্ভকালীন মাতৃত্ব ভাতা ও ১০ টাকা কেজির চালের কার্ড বিতরণ করছেন। এ ক্ষেত্রে তারা জনগনের ভোটে সরাসরি নির্বাচিত হলেও তাদের কোন মতামত নেওয়া হচ্ছে না। নিজে খেয়াল খুশি মতো কাজ করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, কুমড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম ও তার মেয়ে রুখসানাকে ১০ টাকা কেজির কার্ড দিয়েছে চেয়ারম্যান। অথচ তারা বড়লোক। মাঠে ও ঝিনাইদহ শহরে জমি আছে। নগরবাথান এমএ খালেক কলেজের প্রভাষক জামির হোসেন ও ডেফলবাড়িয়া স্কুলের শিক্ষক জাহিদকে ১০ টাকা কেজির কার্ড দেওয়া হয়েছে। কুমড়াবাড়িয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি জামাল মিস্ত্রিকে কার্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যানের সর্বক্ষণ সাথে থাকা কাসেম ও আনোয়ারের পরিবারে একাধিক ১০ টাকা কেজির কার্ড দেওয়া হয়েছে। অথচ কত হতদরিদ্র মানুষ কার্ড পায়নি। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মেম্বাররা অভিযোগ দিয়েছিল। আমি তাদের মধ্যে সমন্বয় করে দিয়েছি। আশা করা যায় ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন