শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নিখোঁজের ১৩ দিনেও স্বামীর সন্ধান পাননি নার্গিস

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার ১৩ দিনেও স্বামী হাবু মন্ডলের (৪৮) কোনো খোঁজ পাননি স্ত্রী নার্গিস আক্তার। এ ঘটনায় নার্গিস আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি বলেও সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ বাড়ির আঙিনায় স্ত্রী নার্গিস আক্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগে উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে হাবু মন্ডল ও একই এলাকার আনার সর্দারের ছেলে মো. হক সর্দার একসঙ্গে বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে বৈরাগীরচর মাঠের মধ্যে ডিবি পুলিশ পরিচয়ে হাবু মন্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরদিন হাবু মন্ডলের স্ত্রী নার্গিস আক্তার দৌলতপুর থানায় স্বামী নিখোঁজের জিডি করতে গেলে দৌলতপুর থানার কর্তব্যরত পুলিশ বিভিন্ন অযুহাতে জিডি না নিয়ে তাকে ফিরিয়ে দেন। এছাড়াও তিনি তার স্বামীর খোঁজে ডিবি পুলিশসহ প্রশাসনের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও তার স্বামীর কোনো সন্ধান পাননি। সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার আরও বলেন, মাদকের একটি মিথ্যা মামলায় ৩ মাস জেল খেটে দুই মাস আগে জামিনে মুক্ত হয়ে তার স্বামী কৃষি কাজে নিয়োজিত ছিল। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলযোগে তার স্বামীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানায় তার সঙ্গে থাকা হক সর্দার। তবে জিডি না নেয়ার বিষয়টি অস্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্ল­া খবির আহমেদ জানান, এমন অভিযোগ তাদের জানা নেই এবং কেউ জিডি করতেও আসেনি থানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন