শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনার সীমান্তে ২৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৯ পিএম | আপডেট : ৮:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ২৭ হাজার ৮ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম রবিবার দিবাগত রাত ১টার দিকে লক্ষীপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভারতের সীমান্ত এলাকা থেকে চোরাকারবারীদেরকে মালামাল নিয়ে এদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত দিয়ে পালিয়ে যায়। বিজিবি’র জোয়ানরা ঘটনাস্থল থেকে ১১৯ পিস ভারতীয় আলীশা শাড়ী, ২০৭ পিস সায়মন কাতান শাড়ী আটক করা হয়। আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ২৭ হাজার ৮ শত টাকা। আটককৃত শাড়ী সোমবার বিকালে নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন