শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন রমেজা

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রমেজা বেগমের বয়স ১০০ বছর পেরিয়ে গেছে অনেক আগে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১০৭ বছর হলেও তার পরিবারের দাবি তার ১২৫ বছর। আশপাশে কয়েকটি ইউনিয়নের তার সমবয়সী আর কেউ নেই। তবে অন্যরা বয়স্ক ভাতা পেলেও রমেজার ভাগ্যে তা জোটেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজারবিঘি গ্রামে। সরেজমিন গিয়ে কথা হয় রমেজা বেগমের সাথে। রমেজা বেগম স্পষ্ট করে কথা না বলতে না পারলেও পুত্রবধূ রোজিয়ার সহায়তায় কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন। রমেজা বেগম তার পুত্রবধূর সহায়তায় জানান, আনুমানিক ১৮৯৫ সালে শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন (যদিও তার জাতীয় পরিচয়পত্রে ১৯১০ সালে জন্মগ্রহণের কথা উল্লেখ রয়েছে)। তার পিতার নাম মৃত হাসিমুদ্দিন, মাতার নাম মুত ফুলবত বেগম। প্রায় ১০-১২বছর বয়সে হাজারবিঘী গ্রামের মৃত আব্দুল হাকিমের সাথে রমেজার বিয়ে হয়। দুই ছেলে ও এক কন্যার জন্মগ্রহণ করার পরপরই তার স্বামী আব্দুল হাকিম আনুমানিক ১৯৬৩ সালে মারা যান। তার পুত্রবধূ জানান, কয়েক বছর থেকে সে আর ভালোভাবে চলাফেরা করতে পারে না। ১২০ বছর বয়স পর্যন্ত তিনি দিব্যি চলাফেরা করতে পেরেছেন। খাওয়ার ব্যাপারে কোন কিছুতে না করেনি। এখনো প্রিয় খাবার রুটি ও তেলের পিঠা। এ পর্যন্ত নামাজ আদায়সহ সব ধরনের প্রার্থনা ঠিক মত করতে পারে। রমেজা বেগমের ছেলে মোখলেশুর রহমান জানান, কোন মেম্বার, চেয়ারম্যান কোন খোঁজখবর নেয়নি। এলাকার দোকানদার নজরুল ইসলাম, শিক্ষক তোসির উদ্দিন ও আ.লীগ নেতা খাদেমুল ইসলাম জানান, শুধু শাহাবাজপুরেই নয়, বেশ কয়েকটি ইউনিয়নে রমেজা বেগমের সমবয়সী আর কেউ নেই। তারা আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে রমেজা বেগমের বয়স্ক ভাতার কার্ড হওয়া উচিত ছিল কিন্তু মেম্বার-চেয়ারম্যানদের গাফেলতির কারণে তা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, এ ঘটনাটি আমার জানা ছিল না। এ বৃদ্ধার সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার জানান, ঘটনাটি তারও জানা ছিল না। স্থানীয় মেম্বার-চেয়ারম্যান তালিকাভুক্ত করে না পাঠায়, বয়স্ক ভাতার কার্ড হয়নি। তবে জরুরি ভিত্তিতে তার বয়স্ক ভাতার কার্ড তৈরির ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন