শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

জবি নীলদলের ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল কর্তৃক মুজিব জন্মশতবার্ষিকীর উপলক্ষ্যে প্রকাশনা 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালসহ নীলদলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচনে বিষয়ে নীলদলের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জবি নীলদলের উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। এখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা-অজানা অনেক কিছু শেখার আছে। আমরা জবি নীলদল প্রতিবছর দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণাধর্মী প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন