শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বিএনও লুব্রিকেন্টের নতুন পণ্যের মোড়ক উন্মোচন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৬:৫৯ পিএম

বাংলাদেশের অন্যতম বৃহৎ লুব্রিকেন্ট ব্র্যান্ড BNO Lubricants সম্প্রতি হাইব্রিড গাড়ির জন্য বিশেষভাবে তৈরি ও তাদের সর্বশেষ উদ্ভাবিত পণ্য BNO Hybrid Engine Oil, 0W-20, API: SN Plus পণ্যটির মোড়ক উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) CEMS Bangladesh কর্তৃক আয়োজিত ১৫ তম মোটর শো তে পণ্যটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান সহ বিএনও লুব্রিকেন্টস এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এছাড়া সেখানে BMW কর্তৃক স্বীকৃত BNO Diamond এবং Nanotechnology সমৃদ্ধ পণ্য BNO Gold, BNO CNG Special এবং BNO Diesel Super প্রদর্শন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন