শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বইমেলায় শফিউল্লাহ সুমনের আর খাবো না সর্ষে ইলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক শফিউল্লাহ সুমনের গ্রন্থ ‘আর খাবো না সর্ষে ইলিশ’। গত ২১ ফেব্রুয়ারী বইমেলার উন্মুক্ত মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা। ফজলে রাব্বী মিয়া বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে আর খাবো না সর্ষে ইলিশে। প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুলত স্মৃতিচারণমূলক হলেও বইটিতে উঠে এসেছে সমাজজীবনের ত্রু টি-বিচ্যুতি ও নানা অসঙ্গতি। সেক্ষেত্রে শুদ্ধসমাজ নির্মাণে ইতিবাচক ভ‚মিকা রাখতে পারে এই প্রকাশনা। আদিবা প্রকাশ থেকে বের হওয়া গ্রন্থটি পাওয়া যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (১০২) ও ঘাস ফুল নদীর (১৯২) স্টলে।
ছবিঃ সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন