চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার জনার কেওচিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে একটি করোলা প্রাইভেট কার জব্দ করে। এসময় গাড়িটি তল্লাশি করে ২৮০০ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করে। তারা হলো, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার আঙ্গারিয়া এলাকার ঠান্ডু মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ্ (২৮) এবং একই থানার গোলড়া এলাকার রতন মিয়ার ছেলে মো. শরিফুল ইসলাম (৩৪)। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার কৃত দুই আসামিদের বিরুদ্ধে মামালা রজু করার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন