শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুমকিতে বিএনপির কর্মিসভা

দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে কর্মী সভায় আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আবু হানিফ খাঁন সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মহিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আংগারিয়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক টিমের প্রধান মো. জসিম উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন সমন্বয় টিমের সদস্য মো. রুহুল আমিন হাওলাদার ও মাসুদ পারভেজ। আরো বক্তব্য উপজেলা মহিলা দলের সভাপতি আমেনা বেগম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা) বিএনপি নেতা নুর ইসলাম খাঁন, নাসির উদ্দিন, সাবেক সেকান্দার মেম্বার। এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদকগণ দলের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায়ে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন