রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ার

দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত এলাকাবাসী

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকায় ১১ হাজার ভোল্ট এবং ৪৪০ ভোল্টের দুটি বিদ্যুৎ পিলার হেলে পড়ায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে স্থানীয়রা। কাপ্তাই জাকির হোসেন সমিল এলাকায় ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুতের পিলার দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে প্রবল ঝড়ে বাঁকা হয়ে পাশের একটি বাসার টিনের উপর পড়ে আছে এবং ঘরটিও ভেঙে গেছে। বিদ্যুৎ বিভাগকে বাসার মালিক শহিদউল্লা চৌধুরী কয়েকবার মৌখিক ও লিখিতভাবে পিলারটি সোজা বা অন্যত্র স্থানান্তরের দাবি করার জন্য আবেদন করেও ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন। বাসার লোকজন প্রতিনিয় ছোট ছোট শিশুদের নিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে জানান তিনি। যে কোন সময় সম্পূর্ণ বাসাটি বিদ্যুৎয়িত হয়ে ঘরের সকলের প্রাণহানির ঘটনার আশঙ্কা করেছে এলাকার লোকজন। এছাড়া সমিল এলাকা হতে নতুনবাজার যাওয়ার পথে তিতুমীর স্কুলের পাশে ৪৪০ ভোল্টের একটি খুঁটি কাত হয়ে পড়েছে বর্ষার পানিতে পড়ে আছে। যার ফলে যে কোন মুহূর্তে খুঁটিটি পড়ে পথচারী ও স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছে এলাকার সবস্তরের লোকজন। এলাকাবাসীর প্রশ্ন, বিদ্যুৎ বিভাগ কি এর কোন বিহিত ব্যবস্থা নেবে না? এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীকে কয়েকবার ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন