সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঈশ্বরদীতে আখ চাষি সমাবেশ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে অবস্থিত পাবনা সুগার মিলের আওতাধীন সকল কৃষকদের নিয়ে মিল এলাকায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আখ চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফ সি এম এ। বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সাধারন সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান পরিচালক (সিডিআর) বিএসএফআইসি, প্রকৌশলী মাহাবুবর রহমান সচিব বিএসএফআইসি ও পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কৃষি জিএম সাইদুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন জিএম সম্প্রসারণ মোন্তাজুর রহমান, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, কৃষক আব্দুস সাত্তার, আনসার আলী ডিলু, নজরুল ইসলাম, আবু সাঈদ, সেলিম বিশ্বাস, রঞ্জু প্রামানিক, মাহাতাব উদ্দিন মোল্লা, মোন্তাজুর রহমান, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ও গোলাপ হোসেন। এসময় কৃষকেরা বলেন, আখের দাম বৃদ্ধি করে ১৫০ টাকা মন করতে হবে। আখের দাম বৃদ্ধি না হলে আখ চাষ বাড়বে কিভাবে। আখ উৎপাদনে কৃষি উপকরণ, কীটনাষক, সার, শ্রমিক ও জমির খাজনা বেড়েছে অনেক। সে তুলনায় আখের দাম বাড়েনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন