সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের হাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গত রোববার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের জমি থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। সে পাশের মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ব্যবসায়ী আখলাক হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। নিহত আখলাকের বৃদ্ধ পিতা জাহির আলী পুত্র শোকে দিশেহারা। তিনি তার ছেলের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন। থানার উপ-পরিদর্শক শামসুল আরেফিন জানান, গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের ডান উড়োতে আঘাত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন