শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানে ওরস মাহফিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাউজান হলদিয়া ইউনিয়নের সর্তার পশ্চিমকুল মাওলানা রমজান আলী জামে মসজিদ প্রাঙ্গণে হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভী শরীফ উদযাপন, গাউসিয়া কমিটির প্রতিষ্টাতা আল্লামা হাফেজ কারি সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র ওরস ও ইমামে আলা হজরতের ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল গতকাল অনুষ্টিত হয়েছে। বিশিষ্ট সংগঠক ও লেখক সৈয়দ মাওলানা আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি শান্তিরহাট আহমদিয়া সুন্নীয়া দাখিল মাদরাসার সুপার আল্লামা সরোয়ার আলম আলকাদেরী (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম বাবর। বিশেষ অতিথি ছিলেন খিরাম কাদেরীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল আলম ক্বাদেরী, মাওলানা রমজান আলী জামে মসজিদের ইমাম মাওলানা কাজেম রেযা হোসাইনী, মাস্টার ফরিদুল আলম, মাওলানা ইউছুফ তৈয়্যবী, মাওলানা দিদার নূরী, গাউছিয়া কমিটির নেতা মাহবুবুল আলম। পরে যিকির, মিলাদ, মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন