শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিরাজদিখানে ৩ চোরাকারবারি আটক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানসহ পৃথক ৪টি স্থানে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল ও ৩ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে থানা প্রাঙ্গনে সিরাজদিখান থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। থানার উপ-পরিদর্শক এসআই ইমরান খান সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজদিখানের নিমতলা সুখের ঠিকানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ শেখ (১৮) নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে। নাহিদ উপজেলার আবিরপাড়া গ্রামের রবিন শেখের ছেলে। নাহিদের তথ্যমতে ঢাকার গেন্ডারিয়া থেকে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার বিজয় চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরকে (১৯) এবং ঢাকার শাহআলী থানা এলাকা থেকে গফুর মিয়ার ছেলে মো.জহিরুল ইসলামকে (৩৫) ২টি মোটরসাইকেলসহ পৃথক অভিযানে মোট ৪ টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তারা ৩ জনই মোটরসাইক চোরাকারবারী। তারা দীর্ঘদিন ধরে চুরির পেশায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন