শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধার কাজ চলছে

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ৪:১১ পিএম

টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে দুপুর ২টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
টঙ্গী রেলজংশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, সকালে সিলেট-চট্টগ্রাম সড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন। সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর তিস্তার গেট এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন