করোনা মহামারিতে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৯ হাজার ৪২৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল বুধবার সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএমএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ হাজার ৪২৩ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১১৮ জন, নার্স আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮১ জন। আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ২৪ জন।
মন্তব্য করুন