বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানকে পরিত্যাগ করলে বৈশ্বিক সন্ত্রাস শক্তি লাভ করবে, হুঁশিয়ারি পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৪ পিএম

বিশ্ব যদি আফগানিস্তানকে পরিত্যাগ করে তাহলে বৈশ্বিক সন্ত্রাস শক্তি লাভ করবে। বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মইদ ইউসুফ। তিনি বলেন, ‘পাকিস্তানের জাতীয় নিরাপত্তার মূলে হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা।’

স্থানীয় হোটেলে ইংলিশ স্পিকিং ইউনিয়ন অব পাকিস্তান আয়োজিত ‘পাকিস্তান ফিউচার ডাইরেকশন’ শীর্ষক একটি অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার চূড়ান্ত লক্ষ্য হল, সব পাকিস্তানি নাগরিকের জীবিকা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা। তাই প্রধানমন্ত্রী প্রায়ই রিয়াসাত-ই-মদিনার কথা বলেন। এটি মূলত বোঝায়, দরিদ্রতম পাকিস্তানি পরিবারও নিরাপদ রয়েছে এবং তাদের জীবিকার উপায় আছে। এটাই আমরা গ্রহণ করছি।’

তিনি বলেন, ‘এহসাসের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির সবকিছুই আমাদের কোভিড থেকে বাঁচতে সাহায্য করেছে। সরকারের এই কল্যাণ অভিযোজন আমাদের তা করতে সাহায্য করেছে। তাই প্রধানমন্ত্রী ইমরান খান এই রিয়াসাত-ই-মদিনা ধারণার ব্যাপারে খুবই সিরিয়াস। এই ধারণাটি দরিদ্র পাকিস্তানি নাগরিকদের প্রতি সম্পদের পুনর্বণ্টন করার কথা বলে।’

আফগানিস্তানের বিষয়ে মইদ ইউসুফ বলেন, ‘আফগানিস্তানে শান্তি অপরিহার্য। আফগানিস্তান স্থিতিশীল না হলে, মধ্য এশিয়া থেকে বাণিজ্যিক করিডর পাওয়া যাবে না। এবং যদি আফগানিস্তান স্থিতিশীল না হয়, তাহলে আপনি আফগানিস্তানের মাধ্যমে আরও অবকাঠামো, আরও শক্তির জন্য পাকিস্তানের যে সংযোগ রয়েছে তা কীভাবে বাড়াবেন? এ কারণেই আফগানিস্তানে শান্তির এই তৃতীয় উপাদানটি গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার একটি ব্যাপক দৃষ্টিভঙ্গির দিকে দৃষ্টি নিবদ্ধ করছি। এই সময়ে, বিশ্ব সবচেয়ে বড় যে ভুল করতে পারে তা হলো, অতীত নিয়েই পড়ে থাকা এবং আফগানিস্তানে আগের করা ভুলের পুনরাবৃত্তি করা। এই অঞ্চলটি পরিত্যক্ত হলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ শক্তিশালী হবে। আমরা সেখানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের পক্ষে। এর জন্য প্রয়োজন আফগানিস্তানের স্থিতিশীলতা।’ সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন