বৃহস্পতিবার পাকিস্তানের ডাকে আয়োজিত আফগানিস্তান বিষয়ক 'ট্রোইকা' বৈঠকে যোগ দেবে চীন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত থাকবেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের কথা জানায়। ইসলামাবাদ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহমুদ ইউসুফ বৃহস্পতিবার 'ট্রোইকা প্লাস' বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে ২৪ ঘণ্টা আগেই ভারতের ডাকা আফগানিস্তান বিষয়ক বৈঠকে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল চীন। আর এখন পাকিস্তানের ডাকা বৈঠকে যোগ দিতে চলেছে চীন। এদিকে ইসলামাবাদের বৈঠকে অংশ নেবেন তালেবান সরকারের কার্যকারী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান আফগানিস্তানের দখল নেয়ার পর এই প্রথম কোনো তালেবান মন্ত্রী ইসলামাবাদে পা রাখলেন।
এদিকে আজকের বৈঠকে যোগ দেয়ার প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন বলেন, 'বর্ধিত ট্রোইকা বৈঠকের আয়োজনে চীন পাকিস্তানকে সমর্থন করে। আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য বিশ্বে ঐকমত্য গড়ে তোলার জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে আমরা সমর্থন করি।' জানানো হয়, আফগানিস্তানে নিয়োযিত চীনের বিশেষ দূত এই বৈঠকে অংশ নেবেন।
এর আগে ভারতের ডাকা আফগানবিষয়ক বৈঠক এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাফাই দিতে গিয়ে চীন জানিয়েছিল, বৈঠকে যোগ দেয়ার মতো সময় তাদের হাতে নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, সিডিউলের সমস্যার কারণে চীন এই সভায় উপস্থিত থাকতে পারবে না। সূত্র : হিন্দুস্তান টাইমস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন