শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইউটিউবে সরব হচ্ছেন শাবনূর

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ এএম

এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা শাবনূর একেবারেই অনুপস্থিত ছিলেন। তার নামে একাধিক পেজ থাকলেও সেগুলো তার ছিল না। তবে এবার তিনি নিজে ফেসবুক পেজে সরব হয়েছেন। খুলেছেন নিজের নামে একটি ইউটিউব চ্যানেল। এখন তাকে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা যায়। এর মধ্যে তিনি নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি কথা বলারও সিদ্ধান্ত নিয়েছেন। আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনি থেকে সরাসরি কথা বলবেন তিনি। শাবনূর বলেন, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাদের অনুরোধে লাইভে আসব। ভক্তদের সঙ্গে কথা বলব। এখন ইউটিউবে নিয়মিত হবো। তিনি জানান, তার সঙ্গে কাজ করছে তিন জন খুদে ইউটিউবার। এরমধ্যে আছে তার ছেলে আইজানও। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া। উল্লেখ্য, শাবনূর এখন অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে দেশে এসে ঘুরে যাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন