শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভবন নির্মাণ শেষ হওয়ার আগেই উদ্বোধনের ফলক

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়া উপজেলার মিরুখালী কলেজের নির্মাণাধীন একটি ভবনের কাজ শেষ না করে দেয়ালে সংসদ সদস্যের নামে উদ্বোধনের ফলক লাগানোয় এলাকায় ব্যাপক হাস্য রসের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে কলেজের টিনসেট ভবনের পূর্ব পাশে ২ কক্ষবিশিষ্ট নির্মাণাধীন ভবনের লিংটন পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে। পলেস্তরা না দেয়ায় দেয়ালে শ্যাওলা জন্মেছে, ফ্লোর না করায় কচু গাছ ও আগাছায় ভরে গেছে এবং লাগানো হয়নি দরজা, জানালা ও উপরে টিনের চালা। মোট কথা ভবনটি ব্যবহারের ন্যূনতম উপযোগী না করেই দেয়ালে স্থানীয় সংসদ সদস্যের নামে শুভ উদ্বোধনের একটি ফলক বসানো হয়েছে। ফলকে লেখা রয়েছে “শুভ উদ্বোধন করেন ডা. মো. রুস্তম আলী ফরাজী- মাননীয় সংসদ সদস্য, পিরোজপুর-৩, প্রকল্পের নাম : মিরুখালী কলেজ উন্নয়ন, বরাদ্দকৃত টাকা : ২,০০,০০০/- অর্থ বছর : ২০১৪-২০১৫, সভাপতি : মো. তহিদুল ইসলাম, বাস্তবায়নে : জেলা পরিষদ পিরোজপুর।” তবে ফলকে উদ্বোধনের কোন তারিখ উল্লেখ নাই। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল জানান, এমপি মহোদয়ের চেষ্টায় জেলা পরিষদের ২ লাখ টাকায় ভবনের ১টি কক্ষ এবং শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে দেয় ২ লাখ টাকায় ১টি কক্ষ করা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা ফলক বসিয়েছে তা তিনি জানেন না বলে জানান। স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, জেলা পরিষদের কাজ করা হয়েছে তার প্রমাণের জন্য ফলক বসানো হতে পারে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নাই বলে জানান। উল্লেখ্য ২০০০ সালে প্রতিষ্ঠিত মিরুখালী কলেজে একটি টিনসেট ভবন (বর্তমানে ভগ্ন দশা) ছাড়া আর কোন ভবন নাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন