আজ শনিবার, ভোরে বিরামপুর উপজেলার পলি প্রয়োগপুর ইউনিয়নের ভগবতীপুর গ্রামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লুৎফর রহমান জানান,
গত ২ বছর পূর্বে রাজশাহী বাগমারা থানার জনৈক ব্যক্তির পুত্র বাবু মিয়া (২৫) উক্ত গ্রামে মৃত আব্দুল গফুরের মেয়ে মোসাম্মৎ ফরিদা বেগম (৩০) বিবাহ করেই শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। স্বামী-স্ত্রী দুজনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতো। বিরামপুরের ভগবতীপুর গ্রামে স্ত্রী ফরিদা বেগমের গ্রামে জমি কিনে টিনশেড বাড়ি তৈরি করে সেখানে বসবাস করছিল। কিন্তু অজ্ঞাত কারণে স্বামী বাবু নিজ বাড়ির পাশে একটি ছোট্ট আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ইউপি চেয়ারম্যান রহমত আলী জানান, বিরামপুর থানায় আত্মহত্যার ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন