শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টুঙ্গিপাড়ায় ৪ ডাকাত আটক

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাকাতির পর অন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে পুলিশ আটক করেছে। গতকাল রোববার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। এরা হলো মনিরুজ্জামান সিকদারের ছেলে মোঃ হাসিবুর সিকদার (২৯), আশরাফ আলী তালুকদরের ছেলে আনিচ তালুকদার (২৮), ওমর তালুকদারের ছেলে মোঃ নাঈম তালুকদার (১৯) ও তহম তালুকদারের ছেলে মোঃ রেজাউল তালুকদার (২৬)। এদের প্রত্যেকের বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে। টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা গ্রামের বিমল বাড়ৈ জানান, আমার বড় ভাই সদানন্দ বাড়ৈ ১৫ দিন আগে মারা গেছে। তার শ্রাদ্ধ অনুষ্ঠান শনিবার আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়। বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসেন। এ সুযোগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জনের একদল সশন্ত্র ডাকাত দল আমার বড়ভাইয়ের বাড়িতে হামলা করে। তারা স্বপন বাড়ৈ (২২)সহ ৪ জনকে মারপিট করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেয়। মারাত্মক আহত স্বপনকে প্রথম টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পওে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা পাঠানো হয়েছে। থানায় অভিযোগ করার পর পুলিশ ৪ জনকে আটক করেছে। টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ মাহামুদুল হক বলেন, আটক ওই ৪ জন আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা লেবুতলা গ্রামের মৃত সদানন্দর বাড়িতে হামলা করে ডাকাতির করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন