পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়ার চরে মৃত ডলফিন। নদী বেষ্টিত উপজেলার মুলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের কৃষক খলিলুর রহমান, ছালাম মৃধা, জামাল হোসেনসহ কয়েকজন জানায়, গত শুক্রবার তেঁতুলিয়া থেকে ওঠে আসা খালের বাকে চরধানদী এলাকায় কয়েকজন ভাসতে দেখে মৃত ডলফিনটি। এরই মধ্যে পচন ধরলেও ডলফিনটির ছাই রাঙা পিঠ, সাদা বুক ও পেট স্পষ্ট বোঝা যাচ্ছিল। ডলফিনটির ঠোট বাঁশির মত। আর ঠোটের দু’পাটিতে আছে অসংখ্য দাত। লম্বায় স্থানীয় মাপের প্রায় পৌঁনে পাঁচ হাত। অনুমানিক ৬০-৬২ কেজির মতো ওজন হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন