পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্ধোধন করা হয় গতকাল শনিবার সাড়ে ১১টায় নর্থ ইয়ার্ড হুগলীপাড়া মাঠে। খেলার আয়োজন করে পার্বতীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ।
খেলায় অংশ গ্রহন করবে রশিদ এন্ড ব্রাদার্স, হ্যালো পার্বতীপুর, জিম একাডেমি, তামিম ব্যাটারি হাউজ, মামা ভাগিনা, হাসান সাইকেল স্টোর, ও হেপ্লিং সেন্টার পর্বতীপুর। গতকাল দুপুরে যে দুটি দল অংশ গ্রহণ করেন হেল্পিং সেন্টার বনাম হ্যালো পার্বতীপুর। এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ ও প্রধান পৃষ্টপোষক আমজাদ হোসেন যুগ্মসাধারণ সম্পাদক পার্বতীপুর দিনাজপুর। সার্বিক পরিচালনায় ছিলেন আবু সাইদ পরিচালক, ক্রিকেট প্রিমিয়ারলীগ। খেলার মাঠটিতে চতুরদিকে রং বেরংয়ের পোস্টার, বেলুন ও স্টোল দেখা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন