মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্লাস্টিকের রাস্তা বানাচ্ছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রথমবারের মতো প্লাস্টিকের রাস্তা বানাচ্ছে পাকিস্তান। প্লাস্টিক-কার্পেটিং করা হচ্ছে ইসলামাবাদের আতাতুর্ক এভিনিউয়ে। ‘ওয়ার্ল্ড উইদাউট প্লাস্টিক’ প্রোগ্রামের একটি মেগা প্রকল্পের আওতায় প্লাস্টিক দিয়ে পুনরায় কার্পেটিং করা প্রথম সড়ক হিসাবে চিহ্নিত হয়েছে এটি। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) এবং বেশ কয়েকটি বেসরকারি উদ্যোগের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এ প্রকল্প। দেশটির জাতীয় সড়কগুলোকে প্লাস্টিক-কার্পেটিংয়ের এ প্রকল্পে রাস্তা নির্মাণ সামগ্রী মিশ্রিত ৮ টন প্লাস্টিক ব্যবহার করা হবে। মূলত, ব্যবহৃত পিইটি বোতল (পলিইথিলিন টেরেফথালেট) ব্যবহার করা হবে প্রকল্পটিতে। পাকিস্তানে এ ধরনের প্রকল্প এটাই প্রথম। গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন