পুকুরে ডুবে হুমায়রা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম মো. খলিলুর রহমান। দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে তার বাড়ি। শিশুটির মামা আইয়ুব হোসেন জানান, ঘটনার দিন দুপুরে সকলের অগোচরে হুমায়রা বাড়ির পেছনে পুকুরে পরে যায়। পরে সোয়া ১২টার সময় ওই পুকুর থেকে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে একইদিন সকাল সাড়ে ১০টার সময় বাউফল হাসপাতালে নিয়ে আসার পথে তানজিলা (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। পটুয়াখালীর জৈনকাঠি গ্রামে তার বাড়ি। তানজিলা বাবার বাড়ি কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তানজিলা অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাকে বাবার বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন