কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। গতকাল বুধবার সকাল নয়টায় সৈকতের ঝাউবাগান পয়েন্টে এটিকে দেখতে পায় স্থানীয়রা। ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্থানীয়দের ধারণা, এটি গভীর সমুদ্রে জেলেদের জালে কিংবা ট্রলারের সাথে আঘাত পেয়ে মারা যেতে পারে। খবর পেয়ে পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন। জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এগুলোর বেশিরভাগ জালে আটকে বা ট্রলারের সাথে ধাক্কা লেগে মারা যেতে পারে। এরপরে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে তীরে আসে। প্রতিটি ডলফিনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এ বছর বিভিন্ন প্রজাতির মোট ২১টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
এ ডলফিনটির নমুনা সংগ্রহ শেষে মাটি চাপা দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন