সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নাটক ম্যাচ উইনার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ম্যাচ উইনার’। নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। মুনতাহা বৃত্তা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, গোলাম কিবরিয়া তানভীর, নিশাত প্রিয়ম, নাজিবা বাশার, নরেশ ভূঁইয়া, হিন্দোল রায়, মিলি বাশার, সুজাত শিমুল প্রমুখ। ‘দেশের সকল ক্রিকেট প্রেমিদের মনে জায়গা করে নিয়েছে ক্রিকেটার মো. রাকিবুল। রাকিবুলই বুঝিয়েছে যে, বাঙালিরা ঐ সবুজ মাঠে শুধু টিকে থাকতে নয়, জিততেও পারে। সে কারণেই অনেক তরুণ এখন ক্রিকেটার রাকিব হওয়ার স্বপ্ন দেখে। সেভাবেই মাঠ ভরা দর্শকে চিৎকার শুনে নিজের ছোট্ট ঘরে ঘুম ভাঙ্গে রাকিবের। তার একটাই স্বপ্ন, নিজের নামের প্রতি ন্যায়বিচার করা। কারণ, তার স্বপ্নের মানুষেরও নাম মো: রাকিবুল। মফস্বলের ছেলে রাকিব খুব ভালো ক্রিকেট খেলে। তবে এতে রাকিবের বাবার একদম সায় নেই, তিনি স্কুলের হেড মাস্টার। রাকিবকে শুধু সাহস দেয় তার প্রেমিকা সেলিনা। রাকিব আফসোস করে সেলিনাকে বলে, একদিন আব্বাও বুঝবে যে এই খেলাটাও দেশের জন্য এক রকম যুদ্ধ। এরকম প্রেক্ষাপটে ধারাবাহিকের কাহিনী অবর্তিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন