শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুর শ্রীপুরে পরকীয়া প্রেমের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শাজাহান (৩২) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর রোববার মধ্যরাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে মারা গেছে। নিহত শাজাহান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত কাজীম উদ্দিনের পুত্র। জানা যায়, শাজাহানের শ্যালক আলমগীরের সাথে ছোট ভাই শারফুল ইসলামের স্ত্রী নাসরিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরেই শারফুল আলমগীরের ওপর ক্ষিপ্ত ছিল। গত শনিবার সকালে আলমগীরকে শাজাহানের বাড়িতে দেখতে পেয়ে শারফুল ক্ষিপ্ত হয়ে ওঠে। গালিগালাজ করার এক পর্যায়ে শারফুল ইসলাম ধারালো ছুরি নিয়ে আলমগীরের ওপর হামলা চালায়। আলমগীরকে রক্ষা করতে গিয়ে শারফুলের ছুরিকাঘাতে শাজাহান গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে রোববার মধ্যরাতে তার মৃত্যু হয়। শাজাহানের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় জনতা শারফুলকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে শাজাহানের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ফরিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারফুল ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে তিন দিনের রিমান্ড চেয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন