কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপলগঞ্জের কোটালীপাড়ায় হত দরিদ্রদের মাঝে দশ টাকা কেজি দরে রেশন কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিনজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। রবিবার তাদের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আবেদন সংগ্রহ করছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যেসব ডিলারদের ডিলারশিপ বাতিল করা হয়েছে তারা হলেন- কুশলা ইউনিয়নের আল-মামুন, পিনজুরী ইউনিয়নের কামরুল ইসলাম হাওলাদার, রাধাগঞ্জ ইউনিয়নের ইজাবুল মোল্লা। উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন জানান তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন