শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রূপগঞ্জে চাঁদা না দেয়ায় ৩ মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় ৩ মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার কাছারবাড়ী মাঠ এলাকায়। বাড়িয়াছনী এলাকার মাছ ব্যবসায়ী জয়নাল জানান, তিনি কেরাব এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে একটি মৎস্য খামার করেছেন। বাড়িয়াছনী এলাকার রাজিব, ইব্রাহিম, হেলালউদ্দিন, জালালউদ্দিন ও বদরউদ্দিন মাছ ব্যবসায়ী জয়নালের কাছে দীর্ঘদীন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল । তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় সোমবার সকালে জয়নাল, তার চাচা হাশেম ও চাচাত ভাই বাবুকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিঠিয়ে জখম করে। এ ব্যপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন