নিদান মিয়া (৫০) নামে এক টমটম চালককে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত পুত্র। গত শুক্রবার দিনগত রাত প্রায় ১১টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার দড়িচরিয়াকোনা নামক স্থানে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সকালে এলাকাবাসী ঘাতক পুত্র হৃদয়কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
জানা যায়, শুক্রবার রাতে কদমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে দেড়শ’ গজ দূরে ধারালো অস্ত্রনিয়ে উৎপেতে থাকা পুত্র হৃদয় মিয়া এলোপাথাড়ি কুপিয়ে তার পিতাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন