শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাঁদাবাজ গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

আড়াইহাজারে র‌্যাব ১১ পরিবহন চাঁদাবাজ আনোয়ার হোসেনকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বিশনন্দী গ্রামের নুর ইসলামের ছেলে। এই ব্যাপারে শুক্রবার রাতে র‌্যাব ১১-এর এসআই মো. রেদওয়ান খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে ওই দিনই সকালে বিশনন্দী ফেরিঘাট থেকে সিএনজিতে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আনোয়ার হোসেন ফেরিঘাটে কোন গাড়ি আসলেই ভয়ভীতি ও মাইরটি করে ৫০ থেকে ১০০ টাকা চাঁদা আদায় করতো। এমনকি চাঁদা দিতে অস্বীকার করলে ব্যাপকভাবে মারধর করতো। এই অভিযোগে র‌্যাব তাকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন