বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনায় আনসার ভিডিপির প্রশিক্ষণ

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সমাজের সর্বস্তরে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নেত্রকোণা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বারহাট্টা উপজেলা প্রশিক্ষক মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অলিউর রহমান অলি। ২য় ধাপের এই প্রশিক্ষণে ১০০ জন ভিডিপি সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছে। পরে জেলা শহরে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ ভিডিপি সদস্যদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জনগনের সেবায় নিজেদেরকে আত্ম নিয়োগ করার উদাত্ত আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন