শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আট চালককে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আট মোটরসাইকেল চালককে ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ভাটপাড়া নামকস্থানে দ্রুত গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ করতে এবং চালক ও আরোহীর জানমাল নিরাপত্তায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইনে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, হেলমেট, গাড়ির কাগজ না থাকায় এবং অতিরিক্ত যাত্রী উঠানোর অপরাধে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন