শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফটিকছড়িতে দেড় কোটি টাকা অনুদান হস্তান্তর

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ফটিকছড়িতে ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে দেড় কোটি টাকার বেশি টাকা অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছেন সমাজকল্যাণ অধিদপ্তর। প্রায় মাস খানেক ধরে ফটিকছড়ির ১৭টি চা বাগান শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির সীমান্তবর্তী রামগড় চা বাগানে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে সর্বশেষ অনুদান হস্তান্তর করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বাগান বাজার ইউনিয়ন আ›লীগ নেতা শাহাদাৎ হোসেন সাজু। বক্তব্য রাখেন, পঞ্চায়েত সভাপতি মদন রাজগড়, মাস্টার নাছির উদ্দিন চৌধুরী, জয় চন্দ্র দে প্রমুখ।
এ বাগানে ৩৪২ জনকে ৫ হাজার করে ১৭ লাখ ১০ হাজার টাকা এবং পুরো ফটিকছড়িতে এবছর ৩ হাজার ৫৪ জনকে সর্বমোট ১ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। গত বছরও একি পরিমাণ টাকা অনুদান দিয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন