পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা শিয়ালের কামড়ে নারীসহ ১৯ জন আহত হয়েছে। গত সোমবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পৌরসদরের বিভিন্ন ওয়ার্ডের ১৯ জন শিয়ালের আক্রমণের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। শিয়ালের ভয়ে অনেককেই লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে। আক্রান্ত ব্যক্তিরা হচ্ছেন- পৌরসদরের শ্রীরামদী গ্রামের আয়েশা খাতুন, লক্ষিয়া গ্রামের মনোয়ারা, মিজান, সুবেদ আলী, হাপানিয়া গ্রামের শামছ উদ্দিন, আবদুল আল, সোহাগ, হুমায়ুন, মাহফুজা, সিফাত, ইমরান, রহিমা, হেপি, উত্তরপাড়া গ্রামের রিমা, হেপি আক্তার, ইয়াছিন, আশিক, হিজলিয়া গ্রামের রবিউল আউয়াল ও নিশ্চিন্তপুর গ্রামের মীর হোসেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ না থাকায় আক্রান্ত অনেককেই বেকায়দায় পড়তে হচ্ছে। বাইরের ফার্মেসীতে ভ্যাকসিন পাওয়া গেলেও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শরীফুর ইসলাম জানান, সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার মধ্যে ১৮ জন ও গতকাল মঙ্গলবার সকালে একজনসহ মোট ১৯ জন শিয়ালে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন